বোরাক ERP

২০০০ সাল হতে বোরাক সফটওয়্যার নিজস্ব ERP সফটওয়্যারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সফটওয়্যারকে ব্যবহারকারী প্রতিষ্ঠানের জন্য যুগোপযোগী, নির্ভরযোগ্য ও বিশ্বস্থ করবার জন্য বোরাক সবসময় উন্নয়নমুলক কার্যক্রম পরিচালিত করে থাকে। প্রতিদিন, প্রতিক্ষণ টেকনলোজির পরিবর্তন হচ্ছে আর বোরাকও তার ERP কে ব্যবসা বান্ধব করে তার কাস্টোমারদের সন্তুষ্ট করে চলেছে।

বোরাক ERP সফট্ওয়্যারের বিশেষত্ব হল, বাংলাদেশের বিবিধ সেক্টরে ব্যবসাসমূহের কাজগুলো বিভিন্ন প্রতিষ্টানে যেভাবে পরিচালিত হয়, সেই সেক্টরের ERP সফটওয়্যারগুলো সেই ধারাবাহিকতা বজায় রেখেই তৈরী করা হয়েছে। প্রতিটি কাস্টোমার বোরাকের প্রতিটি সফটওয়্যারের মধ্যে পাবেন ভিন্নতার স্বাদ। প্রতিটি সফটওয়্যারই সেক্টরের চাহিদা মত তথ্য আদান-প্রদানে যথাযথ ও সহজ ব্যবহার্য। বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসগুলোতে হাতে কলমে যেভাবে হিসাবসমূহ লিপিবদ্ধ করে রাখে, সেই তথ্য থেকেই বোরাক সফটওয়্যারে এন্ট্রি করে নানা রকমের প্রয়োজনীয় রিপোর্ট, খুব সহজেই নেয়া সম্ভব। টেকনিকাল ভাষায় বলতে গেলে বলা যায় যে, বোরাক ERP সফটওয়্যারসমূহ প্রতিটি ব্যবসায়িক সেক্টরের MIS ও ACCOUNTING সিস্টেম গবেষণা করে তৈরী করা হয়েছে, যাতে করে তা প্রতিষ্ঠানের প্রকৃত চাহিদাকে পরিপূর্ণ করতে পারে। আর সেটাই বোরাকের সার্থকতা।

বোরাক বিভিন্ন ব্যবসায়িক সেক্টরে নিজস্ব অভিজ্ঞতা সমৃদ্ধ যে সকল সফটওয়্যার তৈরী করেছে, তা হল-

  • শপিং-মল (Shopping Mall)
  • নির্মাণ (Real estate & Land Developer)
  • আমদানি (Import Business)
  • পেট্রোলপাম্প (Filling 🚉 Station)
  • সঞ্চয় ও ঋণ (Saving & Micro Credit)
  • কর্মী (HRM Software)
  • গাড়ী বিক্রয় (Vehicle Management)
  • রেস্তোরাঁ (Restaurant POS)
  • শোরুম পজ (Showroom POS)
  • সীফুড (Fish Company Management)
  • ফুড ফ্যাক্টরী
  • প্যাকেজিং ফ্যাক্টরী
  • মাছ কোম্পানি
  • পাট কোম্পানি
  • হোটেল
  • রেস্টুারেন্ট
  • স্বাস্থ্যসেবা
  • শিপিং লাইন
  • সিএনএফ
  • শিক্ষা
  • ক্লাব
  • চেম্বার অফ কমার্স
  • অফিস ম্যানেজমেন্ট

উপরে উল্লেখিত সেক্টরসমূহের জন্য বোরাক ERP তৈরী করেছে এক একটি বিশেষায়িত সফটওয়্যার যা ঐ সেক্টরের প্রতিটি প্রতিষ্ঠানের জন্য পূর্ণতাপ্রাপ্ত। ইংরেজিতে যাকে হলে, PERFECT MATCH. আপনার প্রতিষ্ঠানের জন্য আজই সিলেক্ট করুন আপনার বোরাক ERP। বিস্তারিত জানতে বিভিন্ন সেক্টরের জন্য তৈরী বোরাক ERP পড়ে নিন।