বোরাকের কাস্টোমারসমূহ:
আমরা বিশ্বাস করি, কাস্টোমারই শক্তি।
বোরাক ইআরপি (ERP) সফট্ওয়্যার ২০০০ সাল থেকে বাংলাদেশের আইসিটি এর চাহিদা পূরণ করে আসছে। সকল কোম্পানি ও প্রতিষ্ঠানের বিভিন্ন সেক্টরের চাহিদা অনুযায়ী বোরাক তার সমাধানসমূহ সৃষ্টি করেছে। বোরাকের সকল সফট্ওয়্যার কাস্টোমারের লোকাল চাহিদার প্রতি লক্ষ্য রেখে তৈরী করা হয়েছে, যাতে করে একটি প্রতিষ্ঠান তার অফিসের সকল কার্যক্রম সহজে ও প্রকৃত খাতার সাথে মিল রেখে সম্পন্ন করতে পারে।
গ্রুপ এফ কোম্পানীজঅলাভজনক প্রতিষ্ঠান সমিতি ও এনজিও প্রোডাকসন ইন্ডাস্ট্রিজ